শ্যামলবাংলা ডেস্ক : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতেই তাঁকে বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তিনি ৪ জানুয়ারী রবিবার সন্ধ্যায় তার সরকারি বাসভবন গণভবনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাতের সময় ওই কথা বলেন।
শেখ হাসিনা খালেদা জিয়াকে ইঙ্গিত করে বলেন, ‘ওই ভদ্রমহিলা কেন অফিসে থাকছেন? আবার বলছেন, বন্দি করে রাখা হয়েছে। আসলে আগে থেকেই সেখানে থাকার সব ব্যবস্থা করা হয়েছে। উনি কয়েকদিন আগে নিরাপত্তা বাড়ানোর জন্য চিঠি দিয়েছিলেন। যেই আমরা নিরাপত্তা বাড়াতে গেলাম, অমনি কথা বলা শুরু হলো।’
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশে করে প্রধানমন্ত্রী আরও বলেন, ২০১৪ সালে নির্বাচনে না এসে মানুষ পুড়িয়ে মেরেছেন। আবারও আজকে ঠিক একই ঘটনা ঘটাচ্ছেন।
প্রধানমন্ত্রী বলেন, উনি (খালেদা জিয়া) ঘরে থাকার কারণে সবাইকে আতঙ্ক নিয়ে চলতে হচ্ছে। মানুষকে ভয়ভীতি দেখানো হচ্ছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়।
সৌজন্য সাক্ষাতের সময় ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
