শ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার চায় না কোন শিশু খাদ্য ও আশ্রয়হীন থাকুক। তাই সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আরও মনোযোগী হয়ে কাজ করতে হবে। তিনি ৩ জানুয়ারী শনিবার রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে জাতীয় সমাজ সেবা দিবস ২০১৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে ওই কথা বলেন। খবর বাসসের।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা প্রত্যেকের মৌলিক চাহিদা পূরণে একটি ঘরের ব্যবস্থা করে দিতে চাই।’
তিনি বলেন, সরকার অতিদরিদ্র, প্রতিবন্ধী, বিধবা ও আশ্রয়হীনদের কল্যাণে ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছে। এসব কার্যক্রমের সুবিধাভোগীদের আরও দ্রুত ও ইতিবাচক সেবা নিশ্চিত করতে আরো কার্যক্রম নেয়া হচ্ছে। এতে আগামী ৪ বছরের মধ্যে দারিদ্র্য হার ১৪ শতাংশে নেমে আসবে।
প্রধানমন্ত্রী জানান, চলতি অর্থবছরে বয়স্ক ভাতা বাবদ ১ হাজার ৩০৬ কোটি ৮০ লাখ, তালাকপ্রাপ্ত বিধবাদের জন্য ৪৮৫ কোটি ৭৬ লাখ এবং অস্বচ্ছল প্রতিবন্ধীদের জন্য ২৪০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মোজাম্মেল হোসেন, মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম ও সমাজ কল্যাণ অধিদফতরের মহাপরিচালক সাইদুর রহমান প্রমুখ।
