শাহ্ আলম শাহী,দিনাজপুর : দিনাজপুরের পার্বতীপুরের গ্রামীণ ফোনের ওয়্যার হাউজ থেকে এক নৈশ প্রহরীর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতের কোন এক সময়ে কে বা কারা তাকে হত্যার পর লাশ ফেলে রেখেছে বলে ধারনা করছে পুলিশ। নিহত নৈশ প্রহরী’র নাম আনাছান রহমান (৪০) বলে জানিয়েছে পার্বতীপুর রেলওয়ে জিআরপি থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লু্্যফর রহমান। আনাছার পার্বতীপুর উপজেলা শহরের চান্দয়াপাড়া গ্রামের মৃত তোসাদ্দেক হোসেনের ছেলে। সে বে-সরকারী নিরাপত্তা কোম্পানী “নিকুরেস” এর মাধ্যমে পার্বতীপুরের গ্রামীণ ফোনের অধীনে দীর্ঘদিন নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
জিআরপি থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
