মেহের আমজাদ ,মেহেরপুর : “এ রক্ত কোনদিন পরাভব মানে না” এ শ্লোগানকে সামনে রেখে মেহেরপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল করেছে জেলা ছাত্রদল। শুক্রবার বেলা সাড়ে ১০টার সময় জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদল নেতা আহমেদ রাজিব খান ও সোহেল হোসেন, সাবেক এমপি মাসুদ অরুন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস সহ জেলার ছাত্রদলের নেতা-কর্মীরা মিছিলে অংশ গ্রহন করেন। সমাবেশে সাবেক এমপি মাসুদ অরুন বলেন, জিয়া পরিবারকে ধ্বংসের ষড়যন্ত্র রুখতে হবে, ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করে বেগম খালেদা জিয়া ঘোষিত জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে ৭ দফা দাবী আদায়ের সংগ্রামকে এগিয়ে নিতে হবে।
