স্টাফ রিপোর্টার : ইংরেজী নববর্ষ উপলক্ষে শেরপুরের স্বেচ্ছাসেবী প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইন্’র উদ্যোগে আজ বৃহস্পতিবার ইদ্রিসিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা প্রাঙ্গনে বৃক্ষ রোপণ করা হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা মো. ইদ্রিস মিয়া বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করেন। এদিন দুর্লভ প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করা হয়।
এসময় অধ্যাপক এ.কে.এম জাকারিয়া, মো. আব্দুর রউফ, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল আজিজ, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফজলুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. বজলুর রশীদ, মুক্তিযোদ্ধা দরবেশ আলী, শাইন্’র নির্বাহী পরিচালক মো. মুগনিউর রহমান মনিসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শাইন্’র নির্বাহী পরিচালক মো. মুগনিউর রহমান মনি বলেন, বিশ্ব উষ্ণায়ন ও মনুষ্য সৃষ্ট কারণে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে বিশ্ব জলবায়ু আজ হুমকির সম্মুখিন। বাংলাদেশ এই জলবায়ু বিপর্যয়ের ফলে তিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম। বাংলাদেশের পরিবেশ যখন ভারসাম্যহীন হয়ে পড়ছে তখন প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রায় শাইন্’র এ ধরণের বৃ রোপণ কর্মসূচী অব্যাহত থাকবে।
