দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে দৈনিক নয়াদিগন্ত ও দৈনিক করতোয়া প্রতিনিধি প্রভাষক শেখ সাবীর আলীকে সভাপতি ও দৈনিক যায়যায়দিন ও আজ ও আগামীকাল প্রতিনিধি মোঃ রজব আলীকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট ফুলবাড়ী সাংবাদিক কল্যাণ সংস্থার কমিটি গঠন করা হয়েছে।

ফুলবাড়ী থানায় ব্যবসায়ী সমিতির কার্য্যলয়ে বুধবার রাতে এ কমিটি গঠন করা হয়। কমিটির অনান্য সদস্যরা হলেন, সহসভাপতি দৈনিক সোনালী সংবাদ এর প্রতিনিধি প্রভাষক শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক দেশ বার্তা প্রতিনিধি সুজন সরকার, অর্থ-সম্পাদক দৈনিক মানবজমিন প্রতিনিধি এসএম জাকির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিনাজপুর নিউজ ডট কম এর প্রতিনিধি মাহবুব এ হাফিজ ড্যানিয়েল, সদস্য দৈনিক কাঞ্চন প্রতিনিধি সাহিনুর ইসলাম, পূণিমা রানী, ফটো সাংবাদিক জাকির হোসেন।
এই কমিটি গঠনের মধ্য দিয়ে ফুলবাড়ীতে সাংবাদিক কল্যাণ সংস্থার যাত্রা শুরু হয়েছে।কমিটি গঠন আলোচনা সভায় সিনিয়র সাংবাদিক প্রভাষক শেখ সাবীর আলী এর সভাপত্বিতে কমিটির সদস্যগণসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
