ইমরোজ খোন্দকার বাপ্পি, পাবনা : পাবনার বেড়ায় পুলিশের সাথে ছাত্রদল ও যুবদলের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ২০ রাউন্ড গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও যুবদলের সভাপতিসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। ১ জানুয়ারী বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, আজ দুপুর ১২ টার দিকে বেড়া বাজারের একটি মার্কেটের সামনে এলে তারা আওয়ামী লীগের বিভিন্ন ধরনের পোষ্টার ব্যানার ছিড়তে থাকে। এ সময় স্থানীয় ছাত্রলীগ বাঁধা দিলে তাদের সাথে ধস্তাধস্তি হয়। এ সময় পুলিশ নিয়ন্ত্রন করার চেষ্টা করলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্যে ২০ রাউন্ড শর্ট গানের গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে। পরে পরিস্থিতি শান্ত হয়। এ সময় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, পৌর যুবদল সভাপতি জাহাঙ্গীর মোল্লাসহ ৬ বিএনপি নেতাকর্মীকে আটক করা হয়।
বেড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রইচ উদ্দিন জানান, উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি র্যালী বের হয়। র্যলীতে ছাত্রলীগ কর্মীরা অতর্কিত হামলা চালিয়ে এ সময় পুলিশও আমাদের উপর হামলা চালিয়ে ফাঁকা গুলি চালাতে থাকে। পুলিশ সেখান থেকে আমাদের ৪ নেতাকে আটক করেছে বলে তিনি জানান।
তবে ছাত্রদলের কোন নেতার সাথে কথা বলা সম্ভব হয়নি।
অন্যদিকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রুমন বলেন, সেখানে বর্তমানে ছাত্রলীগের কোন কমিটি নেই। আর বেড়ায় যারা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত তারা কখনো এ ধরনের কাজ করতে পারে না। বিএনপি ও ছাত্রদল নিজেরাই ঝামেলা সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে।
