ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলায় আনুষ্ঠানিকভাবে ২০১৫ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিার্থীদের মাঝে পাঠ্যপুস্তক সরকারীভাবে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষার্থীদের হাতে বছরের ১ম দিনই বই তুলে দিতে ১ জানুয়ারী ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ ও বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন জেলা শিা অফিসার খন্দকার আলাউদ্দিন আল আজাদ। জেলার পীরগঞ্জ উপজেলায় সরকারী বনিক উচ্চ বালিকা বিদ্যালয়, পাইলট উচ্চ বিদ্যালয় ও মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন। একইভাবে জেলার রানীশংকৈল, হরিপুর ও বালিয়াডাঙ্গী উপজেলায়ও আনুষ্ঠানিকভাবে পাঠ্যপুস্তক বিতরন করা হয়। নতুন বই পেয়ে শিার্থীরা উচ্ছাসে ফেটে পড়ে।
উল্লেখ্য, এ বছর ঠাকুরগাঁও জেলায় প্রাথমিক পর্যায়ে ৯ লক্ষ ১৩ হাজার ১৯৮ জন ছাত্র-ছাত্রী ও মাধ্যমিক পর্যায়ের ১ লক্ষ ৯৩ হাজার ৬৩৫ জন ছাত্র-ছাত্রীর মাঝে ২১ লক্ষ ৬৪ হাজার ৪২৩ টি বই বিতরণ করা হয়।
