ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ১ জানুয়ারী বৃহস্পতিবার গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করণ শীর্ষক এক সেমিনার উপজেলার পাইকুড়া কমিউনিটি কিনিকে অনুষ্ঠিত হয়। মোঃ জাকির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ তাজুল ইসলাম তালুকদার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নাজমুল রওশন সুমেল, গাইনী বিশেষজ্ঞ ডাঃ মোঃ লুৎফর রহমান, সি.সি’র ফিল্ড মনিটরিং অফিসার সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান, হেলথ ইন্সেপেক্টার সামেদুল ইসলাম প্রমূখ। এ সেমিনারে বিভিন্ন এলাকা থেকে আগত ৬১ জন গর্ভবতী মায়েরা যোগদান করেন। এবং তাদের সেবা প্রদান করা হয়। এ সেমিনারের সভাপতি কিনিকের জমিদাতা জাকির হোসাইন কিনিকে বিশেষ অবদান রাখায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সম্মাননা পুরষ্কার তুলে দেন সিভিল সার্জন আনোয়ার হোসেন। সিভিল সার্জন ডাঃ আনোয়ার হোসেন এ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন।
