কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুরে স্ত্রীকে আতœহত্যা প্ররোচনায় বাধ্য করার অভিযোগে পাষন্ড স্বামীসহ ৩ জনের নামে থানায় মামলা হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় পুলিশ স্বামী ও শ্বশুরকে আটক করেছে।

অভিযোগ সুত্রে জানা গেছে, ৫ বছর পুর্র্বে উপজেলার চিংড়া গ্রামের আব্দুল মজিদ মোড়লের ছেলে হারুন মোড়লের (২৮) সাথে প্রেমের সম্পর্ক ধরে একই গ্রামের ওসমান মোড়লের মেয়ে জেবেকা খাতুনের বিয়ে হয়্। বিয়ের পর থেকে উভয়ের মধ্যে পারিবারিক বিবাদ লেগেই থাকতো। এরই জের ধরে গত মঙ্গলবার রাতে হারুন মোড়ল তার স্ত্রী জেবেকা খাতুনকে(২৩) মারপিট করে ঘর থেকে বের করে দেয়। স্বামীর কাছে আশ্রয় না পেয়ে বুধবার গভীর রাতে ােভে অভিমানে বিষপান করে। এসময় তাকে হাসপাতালে আনতে গেলে তার পাষান্ড স্বামী ও প্রতিবেশী হামিদুল মোড়ল বাধা দেয়। এক পর্যায়ে বিনা চিকিৎসায় বুধবার সকালে জেবেকার করুন মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে সন্ধ্যায় লাশ উদ্ধার করে জড়িত থাকার অভিযোগে ঘাতক স্বামী হারুন মোড়ল ও শ্বশুর মজিদ মোড়লকে ঘটনাস্থল থেকে আটক করে।এঘটনায় নিহতের মা রোকেয়া বেগম বাদি হয়ে হারুন মোড়ল, আব্দুল মজিদ মোড়ল ও হামিদুল মোড়লকে আসামী করে থানায় মামলা করে। যার নং-২৪।
এ ব্যাপারে ওসি আব্দুল জলিল বলেন,আতœহত্যা প্ররোচনায় বাধ্য করার ঘটনায় মামলা হয়েছে। আটককৃতদের বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরন করা হয়েছে।
কেশবপুরে শিার্থীদের মাঝে বিনা মুল্যে বই বিতরণ

প্রাথমিক,মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা শিার্থীদের মাঝে বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠান ও মতবিনিময় সভা বৃহস্পতিবার সকালে কেশবপুর পাবলিক ময়দানে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ রায়হান কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি উপস্থিত থেকে শিার্থীদের মাঝে নতুন বছরের বই বিতরণ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এইচ এম আমীর হোসেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমীন,ভাইস চেয়ারম্যান নাছিমা সাদেক,আব্দুল লতিফ রানা,মাধ্যমিক শিা কর্মকর্তা বিকাশ চন্দ্র সরকার, প্রাথমিক শিা কর্মকর্তা সালমা খাতুন প্রমুখ।
