কটিয়াদী(কিশোরগঞ্জ) সংবাদদাতা : অবিশ্বাস্য হলেও সত্য কটিয়াদী বাজারে মুলার কেজি ১ টাকা দরে বিক্রি হচ্ছে। কটিয়াদী সদর , নদীর বাঁধ, পিরিজপুর, বেতাল ও মসুয়া বাজার মুলার পাইকারী বাজারে প্রচুর আমদানী হচ্ছে। বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় প্রতি কেজি মুলা বিক্রি হচ্ছে মাত্র ১ টাকা মুল্যে। আবার অনেকে মুলা বিক্রি করতে না পেরে বাজারেই ফেলে যাচ্ছে। দাম কম থাকায় লেবার খরচ বেশী হওয়ায় লোকসানের ভয়ে ক্ষেতের মুলা (গো-খাদ্য) হিসাবে ব্যবহার হচ্ছে। টিয়াদী উপজেলার পুরাতন ব্রক্ষ পুত্র ও আড়িয়াল খাঁ নদীর বিশাল চরাঞ্চলে মুলার বাম্পার ফলন হয়েছে। এলাকা গুলো হচ্ছে জালালপুর, নোয়াকান্দি, চরপুক্ষিয়া, ঝাকালিয়া, লোহাজুরী, চরিয়াকোনা, মসুয়ায় প্রায় ২ হাজার একর জমিতে মুলা চাষ করা হয়। মৌসুমের শুরুতে দাম বেশী থাকলেও সবজির প্রচুর আমদানী ঘটলে মুলার দরপতন ঘটে। প্রতিদিনই কটিয়াদী ও পিরিজপুর থেকে ট্রাক ভর্তি মুলা রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা মোজাহার হোসেন আহম্মদ জানান, এ বছর আবহাওয়া অনুকোলে থাকায় চরাঞ্চলে মুলার ভাল ফলন হয়েছে। প্রথমদিকে চাষীরা লাভবান হলেও এখন বাজার কমেগেছে।
