আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘি সান্তাহারে একটি বোর্ডিংয়ে রাতভর নারীকে নিয়ে অনৈতিক কার্যকলাপের দায়ে প্রহল্লাদ সরকার ও হাবিবা খাতুন নামের ২জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। নওগাঁর কাশিমপুর গ্রামের মনোরঞ্জন সরকারের ছেলে প্রহল্লাদ সরকার (২২)কে ৩ মাস ও আত্রাই উপজেলার মির্জাপুর ভবানীপুরের আব্দুল খানের মেয়ে হাবিবা খাতুন (১৮) কে ১ মাস করে কারাদন্ড দেয়া হয়। গতকাল বুধবার দুপুরে বগুড়ার আদমদীঘি উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট আরিফুজ্জামান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই রায় দেন। সান্তাহার টাউন ফাঁড়ির পুলিশ জানান সাজাপ্রাপ্তরা পলাশ বোর্ডিংয়ের একটি কক্ষ ভাড়া নিয়ে রাতভর দু”জনে অনৈতিক কাজে লিপ্ত ছিল। বুধবার ভোরে গোপন সংবাদ পেয়ে তাদের আটক করা হয়।
