মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুরের মুজিবনগর উপজেলার দরিয়াপুর গ্রামে বিদ্যুতস্পৃষ্টে মুকুল হোসেন (২৮) নামের এক দিন মজুরের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বাড়ির পাশে সড়কে ট্রাকের উপরে বেধে যাওয়া বৈদ্যুতিক তার অপসারণ করতে গিয়ে এই মর্মান্তিক মৃত্যু ঘটে। মুকুল হোসেন দারিয়াপুর গ্রামের মাঠপাড়ার কালু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরা থেকে একটি ট্রাক (যার নং রংপুর ট- ০২-০০১১) কাঠ বোঝাই করে মুজিবনগর উপজেলার দারিয়াপুর মাঠপাড়ার ডি স্টার ইটভাটার উদ্দেশ্যে যায়। ইটভাটায় প্রবেশের মুখে ট্রাকের কাঠ বৈদ্যুতিক তারে বেধে যায়। তার অপসারণের জন্য মুকুলের সহযোগিতা চান ট্রাক চালক। এসময় ট্রাকের উপরে চড়ে বৈদ্যুতিক তার অপসারণ করতে গিয়ে ঘটে বিপত্তি। দীর্ঘ সময় বৈদ্যুতিক তারে ঝুলে থাকে মুকুলের মরদেহ। পরে মেহেরপুর থেকে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে মরদেহ নিচে নামিয়ে আনেন।
ঘটনাস্থল পরিদর্শন করেন মুজিবনগর থানার উপপরিদর্শক মফিদুল ইসলাম। তিনি জানান, ট্রাক চালক ও ইটভাটা মালিক ঘটনার পর পালিয়ে গেছে। ট্রাকটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
এদিকে পরিবারের একমাত্র উর্পানকারী ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন মুকুলের পরিবারের সদস্যরা।
মেহেরপুরে শীতবস্ত্র বিতরণ

মেহেরপুর শহরে গরীব দুঃস্থ ও অসহায় শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার সময় শহরের শহীদ রিপন টাওয়ারের নীচে মেহেরপুর জেলা যুবলীগের অর্থ-বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান রিটনের পক্ষ থেকে ৬শ’ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন মাহাবুব হাসান ডালিম, মিজানুর রহমান মিঠু, নূরুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, জাহিদ ইকবাল শিমন, মোহন, মতি, সোহেল, উজ্জ্বলসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।
“উন্নয়ন নীতিতে দলীত জনগোষ্ঠি”- আমাদের প্রত্যাশা শীর্ষক এ্যাডভোকেসী সেমিনার
গতকাল মঙ্গলবার মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ দলীত পরিষদ আয়োজিত “উন্নয়ন নীতিতে দলীত জনগোষ্ঠী” আমাদের প্রত্যাশা শীর্ষক এক অ্যাডভোকেসী সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মাহমুদ হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যের মধ্যে জেলা যুব উন্নয়নের উপ-পরিচালক মাস-উ-দুল হাসান মালিক, সমিতির সাধারন সম্পাদক অপেরা দাস, প্রোগ্রাম অফিসার উজ্জ্বল দাস, সহকারি প্রোগ্রামার বতিকান্ত মুন্ডা প্রমুখ উপস্থিত ছিলেন।
মেহেরপুরে পিএসসিতে পাশের শতকরা হার ৯৭.২৫
মেহেরপুর জেলার চলতি বছরে প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষায় ১২ হাজার ৪০৮ পরীক্ষায় অংশ নিয়ে ১২ হাজার ৬৭ কৃতকার্য হয়েছে। পাশের শতকরা হার ৯৭.২৫%। জেলায় মোট জিপিএ-৫ পেয়েছে ৬শ’ জন।
এবছর মেহেরপুর সদর উপজেলায় ১৪৬ টি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনি (পিএসসি) পরীক্ষায় ৪ হাজার ৮৪০ জন। এদের মধ্যে কৃতকার্য হয়েছে ৪ হাজার ৭৬৫ জন। পাশের শতকরা হার ৯৮ দশমিক ৪৫ ভাগ। এ উপজেলা জিপিএ-৫ পেয়েছে মোট ৩৩৪ জন। গাংনী উপজেলায় মোট ২০৬ টি প্রাথমিক বিদ্যালয় থেকে মোট ৫ হাজার ৬৬৪ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ৫ হাজার ৪০৭ জন। পাশের শতকরা হার ৯৫ দশমিক ৪৬। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৭০ জন। মুজিবনগর উপজেলায় মোট ৫৫টি প্রাথমিক বিদ্যালয় থেকে মোট এক হাজার ৯০৪ জন পরীক্ষায় অংশ নিয়ে এক হাজার ৮৯৫ জন উত্তীর্ণ হয়েছে। এ উপজেলায় পাশের শতকরা হার ৯৯ দশমিক ৫২। যেখানে ৯৬ জন জিপিএ-৫ পেয়েছে মোট ৯৬ জন। এদিকে মোট ৪০৭ টি বিদ্যালয় থেকে পিএসসি পরীক্ষার্থী অংশ নিয়ে ৩৯৪ টি বিদ্যালয় থেকে শতভাগ পাশ করেছে বলে জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে।
মেহেরপুরে জেলা পর্যায়ে ৪৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতি আয়োজিত ৪৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতার জেলা পর্যায়ের খেলা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১ টার দিকে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে দৌড়, লং জাম্প, হাইজাম্প, লৌহ বল, চাকতি ও বর্ষা নিক্ষেপসহ ৪৪ টি ইভেন্টে জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ছেলে-মেয়েরা অংশ নেয়। ছেলেদের ক, খ, গ গ্রুপে এবং বালিকাদের ক ও খ গ্রুপে প্রায় ১৫০ জন জন বালক বালিকা খেলায় অংশ নেয়। প্রতিটি গ্রুপ থেকে ১ম ও ২য় স্থান অধিকারীকে পুরস্কৃত করা হয়। জেলা শিক্ষা অফিসার আজহার আলী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন এ সময় সেখানে উপস্থিত ছিলেন। গতকাল বিকেলে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেব উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।
মেহেরপুর ইছাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
মেহেরপুরে ইছাখালী অলস্টার কাবের আয়োজনে সোমবার ইছাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দৌড় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী। অলস্টার কাবের সভাপতি মোঃ আসকার আলীর সভাপতিত্বে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক সহকারি অধ্যাপক সাইদুর রহমান, মাসুদুর রহমান, মীর রওশন আলী মনা, বুড়িপোতা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য আহসান হাবীব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন শামীম জাহাঙ্গীর সেন্টু। সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন ইছাখালী অলস্টার কাবের সাধারন সম্পাদক জাহিদুল হক কামরান।
