ঝিনাইদহ প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা দুইদিনের হরতালে নাশকতার আশঙ্কায় ঝিনাইদহে শিবিরের ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। জেলার বিভিন্ন স্থানে বুধবার ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে সদর পৌর শিবিরের সেক্রেটারি আনোয়ার হোসেনও রয়েছেন বলে ঝিনাইদহ পুলিশ সুপার আলতাফ হোসেন জানিয়েছেন। এদিকে, হরতালে শহরের বেশিরভাগ দোকানপাট খোলা রয়েছে। জেলার কোথাও কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। অন্যদিকে ৪ দফা দাবিতে খুলনা বিভাগের ১০ জেলায় ডাকা ৪৮ ঘণ্টা পরিবহন ধর্মঘটের অংশ হিসেবে ঝিনাইদহেও বুধবার ভোর থেকে পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটি এ ধর্মঘটের ডাক দেয়। সকাল থেকে জেলার কোনো রুটেই কোনো ধরনের যানবাহন চলছে না। জেলা শহরের আরাপপুর, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড ও বাস টার্মিনালসহ বিভিন্ন স্টপেজে শ্রমিকদের অবস্থান করতে দেখা গেছে। ঝিনাইদহ শ্রমিক ঐক্য পরিষদ ও জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি হবিবুর রহমান হবু জানান, সড়ক দুর্ঘটনায় চালকদের শাস্তি কমানো, লাইসেন্স জটিলতা দূর করাসহ ৪ দফা দাবিতে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়। দাবি মানা না হলে ৪৮ ঘণ্টা ধর্মঘট বাড়ানো হবে বলেও জানান তিনি।

কোটচাঁদপুরে প্রভাষকের স্ত্রী’র রহস্যজনক মৃত্যু
কোটচাঁদপুরে স্ত্রীকে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা বলে চালানোর গুরুতর অভিযোগ উঠেছে কলেজের এক প্রভাষকের বিরুদ্ধে। এ ঘটনায় পে বিপে বক্তব্য থাকায় পুলিশ লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশ ঝিনাইদহে পাঠিয়েছে।
জানা গেছে, কালিগজ্ঞ উপজেলার শানবান্দা গ্রামের মহাসিন আলির পূত্র বীর শ্রেষ্ট হামিদুর রহমান কলেজের প্রভাষক শামিমুল ইসলাম শামিম দেড় বছর আগে মহেশপুর উপজেলার যাদবপুর গ্রামের শাহাজাহান আলীর যশোহর ক্যাণ্টমেণ্ট কলেজ পড়-য়া কন্যা সুমাইয়া খাতুন (২৫)-এর বিয়ে হয়। চাকুরীর সুবাদে প্রভাষক শামিম স্ত্রীকে নিয়ে কোটচাঁদপুর শহরে বিহারী পাড়া রোড়ে মোশারফ আলীর বাড়ীতে ভাড়াটিয়া হিসাবে বসবাস করে আসছিলো। সুমাইয়ার পিতার অভিযোগ, বিয়ের পর থেকে প্রভাষক শামিম কারণে-অকারণে স্ত্রী’র উপর নির্যাতন করতো। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার সময় শামিম আমার কন্যাকে হত্যার পর গলায় ফাঁস দিয়ে ফ্যানের সাথে টাঙ্গিয়ে আত্মহত্যা বলে চালালোর চেষ্টা চালায়। পরে সে প্রতিবেশিদের সাহায্যে লাশ হাসপাতালে আনার পর কে সটকে পড়ে। এ ব্যাপারে শামিমের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, পারিবাকি বিষয় নিয়ে স্ত্রী সুমাইয়া সাথে সামান্য কথাকাটির হওয়াতে সে অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
