কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুরে পাষন্ড স্বামী কর্তৃক নববধূ স্ত্রীকে পিটিয়ে হত্যা করে ঘরের আড়ার সাথে রশি দিয়ে ঝুলিয়ে দেয়ার ঘটনায় পুলিশ ঘাতক স্বামী গৌতম দাসকে(২৫) আটক করেছে। পুলিশ নিহত গৃহবধূ রুপা দাসের(১৯) মরদেহ ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে। এ ঘটনায় নিহতের কাকা স্বপন দাস বাদী হয়ে ঘাতক স্বামীসহ ৫ জনের নামে থানায় হত্যা মামলা দায়ের করেছে।

নিহতের পিতা মনু দাস জানান, গত ৬মাস পুর্বে কেশবপুরের পাঁজিয়া ইউনিয়নের মাদারডাঙ্গা(২৭কাঠি) গ্রামের রঞ্জণ দাসের ছেলে গৌতম দাসের সাথে মনিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের চিনাটোলা গ্রামের মনু দাসের মেয়ে রুপা দাসের হিন্দু ধর্মীয় বিধানমতে বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকলোভি স্বামী গৌতম দাস, তার ভাই উত্তম দাস, তপন দাস,তুষার দাস ও শ্বাশুড়ি পারূল বিভিন্ন সময়ে মানসিক ও দৈহিক নির্যাতন চালিয়ে আসছিলো। যার ধারাবাহিকতায় সোমবার রাতে রুপা দাসকে পিটিয়ে হত্যা করে ঘরের আাঁড়ার সাথে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যার প্রচার দেয়। খবর পেয়ে মঙ্গলবার বিকেলে কেশবপুর থানার এস আই রিফায়েতুল ইসলাম ঘটনাস্থলে পৌছে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেন এবং লাশ ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর জন্য সন্ধ্যায় থানায় আনা হয়। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল জানান, মৃতের কাকা স্বপন দাস বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন। এ ঘটনায় স্বামী গৌতম দাসকে আটক করা হয়েছে।
