কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে শিবির-যুবলীগের সংঘর্ষে যুবলীগ নেতা সিরাজ মেম্বারসহ দুই জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৭ঘটিকায় উপজেলার হাজিরহাট তালপট্টি বাজারে এ ঘটনায় ঘটে।
আহত যুবলীগ নেতা সিরাজ চরফলকন ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য। তাকে চিকিৎসার জন্য কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হচ্ছে। এ ঘটনায় শিবিরের এক কর্মী আহত হলেও তার নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, জামাত নেতা এটিএম আজহারুল ইসলামকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডাদেশ দেয়ার প্রতিবাদে দুপুরে হাজিরহাট বাজারে শিবিরকর্মীরা ঝটিকা মিছিল বের করে। এর জের ধরে সন্ধ্যায় শিবির-যুবলীগের সংঘর্ষ বাধে। এতে যুবলীগ নেতা সিরাজ ও শিবিরের এক কর্মী আহত হন।
কমলনগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) কবির আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
