হোসেনপুর(কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুরে এ বছর প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় ১২৬ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে প্রাথমিক সমাপনীতে জিপিএ-৫ পেয়েছে ১২৩ জন ও ইবতেদায়িতে ৩ জন। প্রাথমিক সমাপনীতে পাশের হার ৯৮.১৫ শতাংশ ও ইবতেদায়িতে ৯৪.৪৪ শতাংশ। তাছাড়া জেএসসি ও জেডিসি পরীক্ষায় ৩৬ জন জিপিএ-৫ পেয়েছে। জেএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৩৫ জন ও জেডিসিতে ১জন। জেএসসিতে পাশের হার ৬৮.৮৫ শতাংশ ও জেডিসিতে ৭৭.৭০ শতাংশ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বেগম বদরুননাহার ইয়াসমিন জানান, এ বছর উপজেলায় আশানুরুপ রেজাল্ট ভালো না হলেও উপজেলার ৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে গড় পাশের হার ৭৩.২৭ শতাংশ। সবচেয়ে ভাল রেজাল্ট করেছে হোসেনপুর মডেল পাইলট স্কুল এন্ড কলেজ। এতে জিপিএ-৫ পেয়েছে ২০জন। দ্বিতীয় স্থানে রয়েছে হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। এতে ১৫ জন জিপিএ-৫ পেয়েছে ।
