ময়মনসিংহ প্রতিনিধি : ‘তারুণ্যের উদ্দীপন, আগামীর উন্নয়ন’ এই শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে যুবমেলার আয়োজন করেছে এফপিএবি ময়মনসিংহ জেলা শাখা।
এ উপলক্ষে ৩০ ডিসেম্বর মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় মুসলিম ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়। র্যালীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী।
পরে সেখানে তিনদিনব্যাপি যুব মেলার উদ্বোধন করেন এফপিএবি’র জাতীয় কাউন্সিলর মিজানুর রহমান লিটন।
