শাহ্ আলম শাহী,দিনাজপুর : দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জে এসসি) পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। পাশের হার ৯০ দশমিক ১০।
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে জেএসসি পরীক্ষায় মোট পরীার্থী ১৯৫১২৭ জন। এর মধ্যে পাশ করে ১৭৫৮১০ জন। জিপিএ-৫ পেয়েছে ১৪৪২০ জন। মোট স্কুলের সংখ্যা ৩০১৭। ছাত্রর সংখ্যা ৯৫৭৮৮ জন। ছাত্রীর সংখ্যা ৯৯৩৩৯ জন। ছাত্র পাশের হার ৮৯.৭২। ছাত্রী পাশের হার ৯০.৪৭। ছাত্রদের চেয়ে ছাত্রীর পাশের হারে এগিয়ে। শতভাগ পাশকৃত স্কুলের সংখ্যা ৮২৯। ০% ফলাফল প্রাপ্ত স্কুলের সংখ্যা ৮ টি।
