শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের বীরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাতে পড়ে দু’জন মহিলাসহ ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১২জন যাত্রী। আহতদের বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক।

ঘটনাটি ঘটেছে, ৩০ ডিসেম্বর মঙ্গলবার সকাল পৌনে ৯টায় বীবগগঞ্জ উপজেলার ঢেপা নদী সেতু সংলগ্ন নিজপাড়া এলাকায়।
নিহতরা হলেন, দিনাজপুরের কাহারোল উপজেলার সমবায় অফিসের স্টাফ শামীম আরা আক্তার (৩০), বীরগঞ্জ উপজেলার মুচিবাড়ি সরকার পাড়া গ্রামের ইসলাম উদ্দিনের মেয়ে লায়লা বেগম (২০),গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ব্রাক এনজিও কর্মী কোরবান আলী (৪৫),দূর্ঘটনা কবলিত সোহাগ পরিবহনের শ্রমিক মিয়া ভাই ও একজন অজ্ঞাতনাম (৬৫) ব্যক্তি।
প্রত্যক্ষদর্শীরা জানান,সোহাগ পরিবহন নামে যাত্রীবাহী বাসটি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থেকে দিনাজপুরের উদ্দেশ্যে আসছিলো। পথিমধ্যে একটি মোটর সাইকেলকে পাশ কাটতে গিয়ে ঘন কুয়াশার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একটি গাছের সাথে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে বাসের এক শ্রমিকসহ দু’জন নিহত হয়। আহত হয় কমপক্ষে ১৩ জন। আহতদের স্থানীয় বীরগঞ্জ হাসপাতালে নেয়া হলে সেখানে আরও দু’জন এবং দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে অজ্ঞাত আরও একজনের মৃত্যু হয়।
তবে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম.শওকত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে ৩ জন নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন।
