ads

মঙ্গলবার , ৩০ ডিসেম্বর ২০১৪ | ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চোখের জলে দর্শনা সীমান্তে প্রেমের সমাধি গড়ে গেলেন পুম্পা রানী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ৩০, ২০১৪ ২:০০ অপরাহ্ণ

Chuadanga Picture---( Puspa Rani)--1কামরুজ্জামান সেলিম, চুয়াডাঙ্গা : চোখের জলে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে প্রেমের সমাধি গড়ে গেলেন পুম্পা রানী। প্রেমের টানে দেশ ছেড়ে কাঁটাতারের বাধা পেরিয়ে বাংলাদেশীকে যুবককে বিয়ে করেছিলেন ভারতীয় নাগরিক পুম্পা রাণী (২০)। বিয়ের পর স্বামীর সঙ্গে এক মাস সংসারও করেছেন। কিন্তু কাঁটাতারের সীমানা তাদের প্রেমে বাঁধা হয়ে দাড়িয়েছে। পুম্পার ভাইয়ে অনুপমের হস্তেেপ পাসপোর্ট আইনে ছয় মাস পর কারাভোগ শেষে আবারও ভারতে ফেরত যেতে হলো পুম্পা রানীকে। সোমবার দুপুর দু’টায় চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট সীমান্ত দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে পুম্পা রানীকে বিএসএফ’র কাছে হস্তান্তর করে বিজিবি। এ সময় শুধুই কাঁদছিল পুস্পা।

Shamol Bangla Ads

এর আগে সোমবার সকাল ৮টায় আনুষ্ঠানিকভাবে কুষ্টিয়া পুলিশের একটি বিশেষ টিম কারাগারের গেট থেকে তাকে নিয়ে আসে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে।
জানা যায়, গত ৭ জুন কুষ্টিয়া দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের সীমান্ত সংলগ্ন ধর্মদহ গ্রামের খেজু মালিথার ছেলে আমজাদ আলীর সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার করিমপুর থানার
শিকারপুর কুঠিপাড়ার অসিত কুমার মন্ডলের মেয়ে পু¤পা রানী মন্ডলের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এর কিছুদিন পর ভারতের শিকারপুর দেবনাথ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী পু¤পা রানী মন্ডল নদীতে গোসল করতে নেমে নদীর ওপার ভারত ভূ-খন্ড থেকে চলে আসেন এপারে বাংলাদেশ ভূ-খন্ডে। তারপর আমজাদ আলীকে বিয়ে করে এক মাস সংসার করার পর পু¤পা রানীর ভাই ভারতের একটি থানায় অপহরণের মামলা করেন। ওই মামলার বিষয়টি কুষ্টিয়া দৌলতপুর থানায় জানানো হলে গত ৭ জুন পুলিশ খবর পেয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করা এবং পাসপোর্ট আইনে পুম্পা রাণী মন্ডলকে আটক করে থানায় নিয়ে আসে। পরে তাকে কুষ্টিয়া কারাগারে পাঠানো হয়। কুষ্টিয়ার আদালত তাকে ৬মাসের কারাদন্ডাদেশ দেয়। সেই থেকে পুম্পারাণী কুষ্টিয়া জেলা কারাগারে অন্তরীণ ছিলেন। নানা প্রশাসনিক জটিলতায় পুম্পার ভারতে ফেরা অনিশ্চিত হয়ে পড়ে। পুম্পা রানীকে তার দেশে ফেরতের ব্যাপারে কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বিশেষভাবে ভারতীয় কর্তৃপ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগযোগ করে চেষ্টা চালান। নভেম্বর মাসের ৭ তারিখে পু¤পা রানীর দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত হলে ওই দিনই বাংলাদেশ কর্তৃপ তাকে দেশে পাঠানোর জন্য তাকে নিয়ে দর্শনা সীমান্তে অপো করেছিল। কিন্তু ভারত সীমান্তে তার পরিবারের কেউ না পৌঁছলে সেদিন তার দেশে ফেরা হয়নি। ফলে আবার কুষ্টিয়ার কারাগারে ফেরত আসেন তিনি। গত সপ্তাহে ভারতে অনুষ্ঠিত আন্তঃসীমান্ত বৈঠকে কুষ্টিয়ার জেলা প্রশাসক পশ্চিমবংগের নদীয়া জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠককালে পু¤পা রানীর দেশে ফেরার বিষয়ে সেখানকার ডিএমকে বিশেষভাবে অনুরোধ জানান।এরপর রোববার পুম্পা রানীর ভারতে ফেরত যাওয়ার বিষয়ে চূড়ান্ত করে নদীয়া জেলা প্রশাসনের প থেকে কুষ্টিয়া জেলা প্রশাসনের কাছে একটি ফ্যাক্সবার্তা পাঠালে তার দেশে ফেরার বিষয়টি চূড়ান্ত হয়।
দর্শনা সীমান্তে পুম্পা রানী জানান, ‘আমজাদকে ভাল গেলেছিল। তাই এদেশে এসে তাকে বিয়ে করেছিলাম। কিন্তু ভাগ্যের লিখণে আমাকে ফিরে যেতে হচ্ছে।’
ভারতের করিমপুর পান্না দেবী কলেজের বিএ ফার্স্ট ইয়ারের ছাত্রী পুম্পা। মেয়েকে ফেরত পাবার খবর জেনে এ সময় পুম্মার বাবা অসীত মন্ডল ও মা অনুরাধা মন্ডল দর্শনা সীমান্তে ছুটে আসেন।
সোমবার দুপুর দু’টায় চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে পতাকা বৈঠকের মাধ্যমে পুম্পাকে বিএসএফ’র কাছে হস্তান্তর করে করেছে বিজিবি।এ সময় উপস্থিত ছিলেন বিজিবির দর্শনা কোম্পানী কমান্ডার সুবেদার শফিকুল আলম, দর্শনা ইমিগ্রেশনের ইনচার্জ এস আই মাহবুব ও কুষ্টিয়া থানার এস আই তাহের গাজী, বিএসএফর গেঁদের ক্যাম্পের ইনচার্জ আর কে বরাহ, গেঁদে ইমিগ্রেশন অফিসার বীরবল সিং ও কৃষ্ণগঞ্জ থানার এস আই পঙ্কজ বৈরাগী।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!