চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর চারঘাটে ‘বাল্য বিবাহ প্রতিরোধঃ আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট ও চারঘাট প্রেস কাবের আয়োজনে গতকাল মঙ্গলবার সকালে ফরহাত আলাউদ্দিন মডেল স্কুলে
এই সভা অনুষ্ঠিত হয়। প্রেস কাবের সভাপতি অধ্যাপক এস এম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল সাবরিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুন, উপজেলা শিা অফিসার কানিজ ফাতেমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বাশির, দি হাঙ্গার প্রজেক্টের প্রোগ্রাম ম্যানেজার আহসান কবির ডলার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ফজলুর রহমান, উপজেলা মাদক প্রতিরোধ কমিটির সভাপতি সাইফুল ইসলাম বাদশা প্রমূখ। দি হাঙ্গার প্রজেক্টের রাজশাহী অঞ্চলের সমন্বয়কারি সুব্রত কুমার পালের সঞ্চালনায় অনুষ্ঠানে অংশ গ্রহণকারী বিভিন্ন শ্রেণি পেশার নারী পুরুষ বাল্য বিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

চারঘাটে শীতবস্ত্র বিতরণ
চারঘাটে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মুক্তিযোদ্ধাসহ ২৫০ জন শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের সৌজন্যে শীতবস্ত্র বিতরণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল সাবরিন, আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক ফকরুল ইসলাম, ভায়ালীপুর ইউপি চেয়ারম্যান আঃ মজিদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মিজানুর রহমান আলমাস, পৌর আ’লীগের সাঃ সঃ একরামুল হক ও জেলা ছাত্রলীগে সাংগঠনিক সঃ শাম্মী হোসেন মধু সহ মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের কর্মকর্তা বৃন্দ।
