কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : বাংলাদেশ সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করণের লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টায় কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগীতায় গাজীপুর জেলা তথ্য অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ ময়েজ উদ্দিন অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ভাস্কর দেবনাথ বাপ্পির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হেসেন পলাশ। রিসোর্স সেন্টারের ইনিট্্রাক্টর মো. তারিকুল ইসলাম সেগুনের পরিচলানায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা তথ্য অফিসার নাসিমা খাতুন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক পরিমল চন্দ্র ঘোষসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
