ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের মুক্তাগাছায় দূর্নীতি বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ল্েয এই প্রথম গণশুনানীর আয়োজন করা হয় । আজ রবিবার বিকেলে মুক্তাগাছা উপজেলা সদরের আর কে হাই স্কুল প্রাঙ্গণে আয়োজিত দুই দিন তথ্যমেলার উদ্বোধন শেষে এ গণশুনানীর আয়োজন করা হয়। সচেতন নাগারিক কমিটি, উপজেলা পরিষদ ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত তথ্য মেলার উদ্বোধন করেন দুদক কমশিনার ড. নাসিরউদ্দীন আহমেদ।

দুদক কমশিনার ড. নাসিরউদ্দীন আহমেদ বলেন, দূর্নীতি প্রতিরোধে জনগনকে সপৃক্ত করতে পারলে এবং সরকারী সেবা নিশ্চিত করতে দুদক পাশে থাকলে দূর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে। এজন্য একটু সময়ের প্রয়োজন বলেও জানান তিনি। তিনি আগামী তিন বছরের মধ্যে মুক্তাগাছা উপজেলাকে দূর্নীতিমুক্ত করার ঘোষণা দেন। তিনি আরো জানান, গণশুনানীটাকে আমরা গুড গভর্নেন্সে এ্যক্টের আওতায় আনা হবে। তিনি বলেন, আগামী ৬ মাসের মধ্যে জেলা পর্যায়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণশুনানীর আয়োজন করা হবে।
এসময় টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, স্থানীয় সংসদ সদস্য সালাউদ্দিন মুক্তি বক্তব্য রাখেন।
গণশুনানীর প্রথম দিনে ভূমি অফিস, সাব রেজিষ্ট্রি অফিস ও পল্লী বিদ্যুত সমিতি-১ এর কর্মকর্তারা সরাসরি জনগনের প্রশ্নের সন্মোখীন হন এবং দুদক কর্মকর্তাদের সামনে জবাব দেন সাব রেজিষ্টার মুন্সী রুহুল ইসলাম, পল্লিী বিদ্যুত সমিতি-১ এর জিএম আব্দুর রশিদ মৃধা ও ভূমি কর্মকর্তা জসীম উদ্দিন। পরে অতিথিবৃন্দ তথ্য মেলায় প্রদর্শিত সরকারি-বেসরকারি ৩৭টি স্টল পরিদর্শণ করেন।
এরআগে সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদণি করে।
