ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহে শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে ২০ দলীয় ঐক্য জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল।
২৯ ডিসেম্বর সোমবার সকালে নতুন বাজার দলীয় কার্যালয় থেকে দক্ষিণ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দের নেতৃত্বে ২০ দলীয় ঐক্য জোট হরতালের সমর্থনে মিছিল বের করে। মিছিলটি নতুন বাজার মোড়ে আসার পর পুলিশের বাঁধায় পুনরায় দলীয় কার্যালয়ে ফিরে যায়। এছাড়াও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল পৃথক মিছিল বের করলে পুলিশের বাঁধায় দলীয় কার্যালয়ে ফিরে যায়।
হরতালের সময় কিছু কিছু রিক্সা-অটোরিক্সা চলাচল করলেও দুরপাল্লার কোন যানবাহন ছেড়ে যায়নি। নাশকতার এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
