ঝালকাঠি প্রতিনিধিঃ যৌতুকের দাবি পূরন করতে না পারায় স্বামী ও তার পরিবারের লোকজন কর্তৃক গৃহবধূ মোসাঃ নয়ন তারা (২৫) কে কুপিয়ে গুরুতর যখম করা হয়েছে। সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামে গত ১৯ ডিসেম্বর দুপুরে। আহত নয়ন তারা ও তার পরিবারের সদস্যরা হাসপাতালে এ সাংবাদিককে জানান, স্বামী শাহদাতের বিরুদ্ধে ঝালকাঠি আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা করায় শাহদাৎ ও তার পরিবারের লোক জন আমার উপর প্তিহয়ে গত ১৯ ডিসেম্বর আমাকে কুপিয়ে, কামড়িয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। পরে আমার পরিবারের লোকজন খবর পেয়ে উদ্ধার করে আমুয়া হাসপাতালে ভর্তি করেন। উল্লেখ্য যে, ছোনাউটা গ্রামের আব্দুল রশিদ হাওলাদারের মেয়ে মোসাঃ নয়ন তারার সাথে একই গ্রামের গ্রামের মোঃ চুন্নু হাওলাদারের ছেলে মোঃ শাহদাৎ হোসেন টুটুল (২৮) এর গত ২৩ জুন ২০১৪ তারিখে বিয়ে হয়। বিয়ের পর প্রায়ই টুটুল ও তার পরিবারের লোকজন যৌতুকের জন্য নয়ন তারাকে নানা ভাবে নির্যাতন করত। ইতি মধ্যে নয়ন তারার পরিবার স্বর্নালংকার ও নগতটাকাসহ প্রায় ৫ ল টাকা যৌতুক বাবদ সাহদাৎ কে দেন। এর পরেও আরো ৫ ল টাকা যৌতুক দাবী করায় নয়ন তারা কোন উপায় না পেয়ে আদালতের শরনাপর্ন হন। এতে প্তি হয়ে সাহদাৎ ও তার পরিবারের লোকজন তার উপর হামলা চালান। গত ১১ দিন যাবত নয়ন তারা আমুয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
