শামসুর রহমান, কেশবপুর (যশোর) : কেশবপুরে কৃষকরা আলু ্েত পরিচর্যার কাজ পুরোদমে শুরু করেছে। আবহাওয়া অনুকুলে থাকায় কৃষকরা বাম্পার ফলনের আশা করছেন।

সরেজমিনে দেখা গেছে উপজেলার অধিকাংশ উচুঁ জমিতে ডাইমন্ড,কপি সুন্দরী, কাঠিনাল, লালটুকরী, জাতের আলু বীজ বপন করছে। কিন্তু আলু পরিচর্যার কাজে কৃষি শ্রমিক সংকটের কারণে মালিকদের দিতে হচ্ছে বেশি শ্রমমূল্য। যেখানে শ্রমিক মূল্য ছিলো ২০০ টাকা সেখানে ৩০০ টাকাইও শ্রমিক পাওয়া যাচ্ছে না।
মধ্যকুল গ্রামের কৃষক আব্দুস সাত্তার গাজী জানান, তিনি ৪২ শতকের ২ বিঘা ৫ কাঠা জমিতে ডাইমন্ড ও কাঠিনাল জাতের আলু চাষ করেছেন। এ জমি চাষ করতে তার হালচাষ, রাসায়নিক সার,জৈবসার, মজুরী খরচ, বীজ ও সেচসহ সর্বমোট ৪৫ হাজার টাকা খরচ হয়েছে। জমিতে যাতে কুয়াশা, ভাইরাস ও ছত্রাক জনিত রোগ বালায় দেখা না দেয় সে কারণে রিডোমিল ওষুধ ¯েপ্র করতে হচ্ছে। তিনি আরো জানান ৭৫ দিনের মধ্যে এই আলু উঠানো হবে। আবহাওয়া ও আলুর বীজের মান ভালো হলে বাম্পার ফলনের আশা করছি। উপজেলার কৃষি কর্র্মকর্তা (ভারপ্রাপ্ত) রুহুল আমিন জানান, এ পর্যন্ত উপজেলা ব্যাপী আলু চাষের ল্যমাত্রা ধার্য করা হয় ২’শ ৫৯ হেষ্টর। সেখানে অর্জিত হয়েছে ৩’শ হেষ্টর । তবে গত বছরের চেয়ে এবছর বেশি চাষ হয়েছে। রবি মৌসুম শুরুতেই আবহাওয়া ভালো থাকায় চাষীরা আগাম আলু চাষে ঝুকে পড়ে। এভাবে আবহাওয়া অনুকুলে থাকলে আশাকরি আলুর ফলন ভালো হবে।
