ads

সোমবার , ২৯ ডিসেম্বর ২০১৪ | ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কেশবপুরে আলু চাষে ঝুঁকছে কৃষকরা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২৯, ২০১৪ ৭:৩৯ অপরাহ্ণ

pic 29-12-14শামসুর রহমান, কেশবপুর (যশোর) : কেশবপুরে কৃষকরা আলু ্েত পরিচর্যার কাজ পুরোদমে শুরু করেছে। আবহাওয়া অনুকুলে থাকায় কৃষকরা বাম্পার ফলনের আশা করছেন।

Shamol Bangla Ads

সরেজমিনে দেখা গেছে উপজেলার অধিকাংশ উচুঁ জমিতে ডাইমন্ড,কপি সুন্দরী, কাঠিনাল, লালটুকরী, জাতের আলু বীজ বপন করছে। কিন্তু আলু পরিচর্যার কাজে কৃষি শ্রমিক সংকটের কারণে মালিকদের দিতে হচ্ছে বেশি শ্রমমূল্য। যেখানে শ্রমিক মূল্য ছিলো ২০০ টাকা সেখানে ৩০০ টাকাইও শ্রমিক পাওয়া যাচ্ছে না।
মধ্যকুল গ্রামের কৃষক আব্দুস সাত্তার গাজী জানান, তিনি ৪২ শতকের ২ বিঘা ৫ কাঠা জমিতে ডাইমন্ড ও কাঠিনাল জাতের আলু চাষ করেছেন। এ জমি চাষ করতে তার হালচাষ, রাসায়নিক সার,জৈবসার, মজুরী খরচ, বীজ ও সেচসহ সর্বমোট ৪৫ হাজার টাকা খরচ হয়েছে। জমিতে যাতে কুয়াশা, ভাইরাস ও ছত্রাক জনিত রোগ বালায় দেখা না দেয় সে কারণে রিডোমিল ওষুধ ¯েপ্র করতে হচ্ছে। তিনি আরো জানান ৭৫ দিনের মধ্যে এই আলু উঠানো হবে। আবহাওয়া ও আলুর বীজের মান ভালো হলে বাম্পার ফলনের আশা করছি। উপজেলার কৃষি কর্র্মকর্তা (ভারপ্রাপ্ত) রুহুল আমিন জানান, এ পর্যন্ত উপজেলা ব্যাপী আলু চাষের ল্যমাত্রা ধার্য করা হয় ২’শ ৫৯ হেষ্টর। সেখানে অর্জিত হয়েছে ৩’শ হেষ্টর । তবে গত বছরের চেয়ে এবছর বেশি চাষ হয়েছে। রবি মৌসুম শুরুতেই আবহাওয়া ভালো থাকায় চাষীরা আগাম আলু চাষে ঝুকে পড়ে। এভাবে আবহাওয়া অনুকুলে থাকলে আশাকরি আলুর ফলন ভালো হবে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!