ads

সোমবার , ২৯ ডিসেম্বর ২০১৪ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২৯, ২০১৪ ১০:১৫ অপরাহ্ণ
কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। ২৯ ডিসেম্বর সোমবার সকালে সদর উপজেলার খাজানগর এলাকায় অবস্থিত রশিদ এগ্রো মিলের সামনে চাল বোঝাইকৃত একটি ট্রাক বের হওয়ার সময় নির্মাণ শ্রমিককে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। নিহত ঐ নির্মাণ শ্রমিকের নাম রনি আহম্মেদ (১৮)। সে মিরপুর উপজেলার পোড়াদহ গ্রামের মিজান আহমেদ এর ছেলে।অপরদিকে ভেড়ামারা শহরের সাতবাড়ীয়া নামকস্থানে শ্যালো ইঞ্জনচালিকত ট্রলির চাপায় আবেদ আলী (৫৪) নামের বছরের এক বৃদ্ধ নিহত হয়। সে ভেড়ামারার দনি ভবানীপুর গ্রামের ইয়াদ আলীর পুত্র। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খাঁন জানান, সকাল সোমবার দুপুরে সাতবাড়ীয়া এলাকার একটি চায়ের দোকানে বসা ছিলেন বৃদ্ধ আবেদ আলী। এসময় দ্রুত বেগে আসা একটি ট্রলি নিয়ন্ত্রন হারিয়ে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Shamol Bangla Ads

কুষ্টিয়ায় হরতালের সমর্থনে বিএনপির বিােভ মিছিল: আটক ৬

কুষ্টিয়ায় বিএনপির সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে বিােভ মিছিল ও সমাবেশ করেছে নেতাকর্মীরা। সোমবার সকালে দলীয় কার্যালয় থেকে জেলা বিএনপি সভাপতি সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমীর নেতৃত্বে একটি বিােভ মিছিল বের হয়ে শহর প্রদণি করে বড়বাজারে গিয়ে সমাবেশে মিলিত হয়। অন্যদিকে মজমপুর গেইট থেকে জেলা বিএনপি সাধারণ সম্পাদক অধ্য সোহরাব উদ্দিনের নেতৃত্বে পৃথক একটি বিােভ মিছিল বের হয়ে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক প্রদণি শেষে সমাবেশে মিলিত হয়। সকাল থেকেই জেলা শহর থেকে দূর পাল্লার কোন পরিবহন চলাচল করেনি, শহরের অধিকাংশ দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিলো। হরতালের নামে নাশকতা করতে পারে এমন আশঙ্কায় জেলার বিভিন্ন স্থান থেকে ৬ বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ।

Shamol Bangla Ads

কুষ্টিয়ায় হরতালের বিপে জেলা আওয়ামীলীগের বিােভ মিছিল

হরতালের বিপে বিােভ মিছিল ও সমাবেশ করেছে কুষ্টিয়া জেলা আওয়ামীলীগ। গতকাল বেলা সাড়ে ১১টায় জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে থেকে হরতাল বিরোধী বিােভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি করে। এসময় নেতাকর্মীরা চলমান হরতালের বিরুদ্ধে ‘অবৈধ হরতাল মানি না, মানবো না’ স্লোগান দেয়। পরে দলীয় কার্যালয়ের সামনে বিােভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজগর আলী। এসময় তিনি বলেন, এই বাংলাদেশকে আর ২০১৩ সালের পরিস্থিতি তৈরি করতে আর দেব না।’ গত ৫ জানুয়ারি নির্বাচন না হলে দেশে গণতন্ত্র থাকত না। নির্বাচন না হলে দেশে সামরিক শাসন জারি হতো। দেশে গণতন্ত্র থাকত না। আর আমার বিজয় দিবসের অনুষ্ঠান পালন করতে পারতাম না। খালেদা জিয়াও হুমকি দিয়ে হরতাল ডাকতে পারতেন না। এখন দেশে গণতন্ত্র আছে। ভোট দেয়ার অধিকার আছে। হরতাল ডাকারও অধিকার আছে। এ অধিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাই দিয়েছেন।
এসময় জেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!