সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহার-তিলনা রোডের নূরপুর গুচ্ছ গ্রাম এলাকা থেকে গত শনিবার রাতে ছিনতাইকারীরা সাইফুদ্দীন নামের এক ব্যাক্তির ফ্রিডম-১১০ সিসি কালো রংয়ের মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
জানা গেছে, ওই রাতে মদনশিং হাড়িপুকুর গ্রামের বাসিন্দা সাইফুদ্দীন মূমুর্ষ এক রোগীকে মোটরসাইকেল যোগে হাসপাতালে নিয়ে আসার পথে উক্ত ঘটনাস্থলে পৌছলে একদল ছিনতাইকারী তার গতিরোধ করে মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
