শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী পৌর শহরে আ’লীগের দুটি গ্র“পের মধ্যে দীর্ঘদিন যাবত সন্ত্রাস, নাশকতা ও ব্যবসা প্রতিষ্ঠানে চলমান হামলার প্রতিবাদে সর্বস্তরের ব্যবসায়ীদের মত বিনিময় সভা ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ ডিসেম্বর শুক্রবার বিকাল ৪টায় পৌরসভা মাঠে পৌর মেয়র ও বিষ্টি ব্যবসায়ী আব্দুল হাকিমের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও ব্যবসায়ী হামিদুর রহমান। বহুমুখী শিল্প ও বণিক সমিতি, শিল্প ও বণিত সমিতি এবং কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর শহরের সকল স্তরের দুইশতাধিক ব্যবসায়ী মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন। সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বিল্লাল হোসেন, হেলাল উদ্দিন, শাহজামাল, কুরবান আলী, আল আমিন, বিল্লাল হোসেন, জামাল উদ্দিন, কমিশনার হাবিবুল্লাহ হাবি প্রমুখ। বিশিষ্ট ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন আলমগীর হোসেন, সোয়েব আলী, কমিশনার ফারুক, মহির উদ্দিন, আনিসুজ্জামান খোকন, সার ডিলার আবুল কালাম, শাহ জামাল, আক্রাম হোসেন, সাহেব আলী, আমিন জুবাইদ প্রমুখ। ধারাবাহিক সন্ত্রাসী ও নাশকতা মুলক কর্মকান্ডে অতিষ্ট হয় ব্যবসায়ী ও পৌর শহরের বিভিন্ন জনরা। বক্তাগণ আইনশৃঙ্খলা অবনতির বিষয়ে পুলিশের রহস্য জনক ভুমিকার তীব্র নিন্দা জানান। সন্ত্রাসীরা শহরকে পৌর শহরের অভয়ারণ্যে পরিবেশ সৃষ্টি করে অস্ত্রশস্ত্রের মহড়া দিয়ে জনগণ ও ব্যবসায়ীদের জিম্মি করেছে, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটতরাজ সৃষ্টি করে সন্ত্রাসের অভয়ারণ্যের বিরুদ্ধে কঠোর সমালোচনা করে সকলকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং পরবর্তীতে কোন প্রকার নাশকতা সৃষ্টি হওয়া মাত্র বাশি ফু দিলে লাঠি নিয়ে মোকাবেলা করার সিন্ধান্ত নেন। পরবর্তীতে মানববন্ধন, প্রশাসনের উদ্ধর্তনকে স্মারকলিপি প্রেরণসহ বিভিন্ন কর্মসূচী ঘোষণা দেন। সভা শেষে এক প্রতিবাদ মিছিল পৌর শহরের প্রধান রাস্তাসমূহ প্রদক্ষিণ করে শহীদ মিনারে সমাপ্ত হয়। রাজনীতির নামে হানাহানি বন্ধ করে নিরাপদ পৌর শহর প্রতিষ্ঠিত হোক এমন প্রত্যাশা পৌর শহরের বিশিষ্ট নাগরিকদের।
