ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরের আলহাজ্ব লালমোন হামিদ মহিলা কলেলের ২য় বর্ষের এক ছাত্রীকে উত্যক্তের অভিযোগে বাচ্চু হাওলাদার (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ২৬ ডিসেম্বর শুক্রবার রাতে বারবাকপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। বাচ্চু ওই গ্রামের লতিফ হাওলাদারের ছেলে। রাজাপুর থানার এসআই আতিকুর রহমান জানান, ওই ছাত্রীকে কলেজে আসা-যাওয়ার পথে বাচ্চু বিভিন্নভাবে উত্যক্ত করতো এমন লিখিত অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আজ কাঠালিয়ায় ৩ ওয়ার্ডের উপ-নির্বাচন
কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের ৯ নং ও আওরাবুনিয়া ইউনিয়নের ২ ও ৫ নং সাধারন ওয়ার্ডে শুন্য আসনের উপ-নির্বাচন আজ রবিবার (২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে ৩টি ওয়ার্ডে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এরমধ্যে শৌলজালিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে ৩ জন, আওরাবুনিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে ৩ জন ও ৫ নং ওয়ার্ডে ৩ জন করে প্রার্থী রয়েছে। উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার মো. আইউব আলী হাওলাদার জানান সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন প্রতি কেন্দ্রে ১জন করে ম্যাজিষ্ট্রেট ও পর্যাপ্ত আইন শৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। কোন ধরনের অপ্রিতিকর ঘটনা ঘটার সম্ভাবনা নেই। তাছাড়া কোন ঝুকিপূর্ন কেন্দ্র ও নেই। তাই নির্বাচন সুষ্ঠু ও অবাদ হবে বলে আমরা করছি।

কাঠালিয়ায় শীতকালীন খেলাধুলা অনুষ্ঠিত
কাঠালিয়া উপজেলা প্রশাসন ও স্কুল-মাদ্রসা ক্রীড়া সংস্থার উদ্যোগে উপজেলা পর্যায়ের ৪৪তম শীতকালীন খেলাধুলার সমাপনী ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠান গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) আমুয়া বন্দর আমীর মোল্লা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. ফারুক সিকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াদ হাসান, মো. আখতার হোসেন নিজাম মীরবহর, ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন, সাবেক ইউপি চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম ফোরকান সিকদার, প্রধান শিক্ষক মো. কায়সার আলী প্রমূখ। সভাশেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়। এ ক্রীড়া অনুষ্ঠানে উপজেলার সকল স্কুল ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহন করে।
