মশিউর রহমান পিংকু ,ভোলা : সাফল্যের ২৫ বছর উপলক্ষে ভোলা থিয়েটারের আয়োজনে ছয় দিনব্যাপী নাট্যোৎসব শুরু হয়েছে।

শুক্রবার সকালে শহরের বাংলা স্কুল মাঠের ভাসানী মঞ্চে জাতীয় পতাকা পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন, সংগঠনের পতাকা উত্তোলন ও সংগীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। নাট্যোৎসবের উদ্বোধন করেন ভোলার জেলা প্রশাসক মোঃ সেলিম রেজা।
ভোলা থিয়েটারের সভাপতি সাংবাদিক নাসির লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা পরিষদ প্রশাসক আব্দুল মমিন টুলু, অতিরিক্ত জেলা প্রশাসক সুর্বত কুমার সিকদার, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনিরুজ্জামান, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন প্রেসিডিয়াম সদস্য সৈয়দ দুলাল, গ্রাম থিয়েটারের নির্বাহী পরিষদ সদস্য শুভঙ্কর চক্রবর্তী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন, প্রবীণ সাংবাদিক এমএম তাহের, দৈনিক আজকের ভোলা সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন, প্রমুখ।
ভোলা থিয়েটারের সাধারণ সম্পাদক তালহা তালকুদার বাধনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন- ভোলা থিয়েটারের সাবেক সভাপতি জিয়া উদ্দিন জিয়া, যুবদল নেতা তরিকুল ইসলাম কায়েদ, আবৃত্তি সংসদের সাধারণ সম্পাদক নেয়ামত উল্ল্যাহ, শাহবাজপুর থিয়েটারের সভাপতি আবু সাঈদ লিটন, ছাত্রলীগ সভাপতি আবিদুল আলম প্রমুখ।
আলোচনা সভা শেষে বরিশালের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশতি হয়। পরে ভোলা থিয়েটারের ২৫ বছর পূর্তিতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
ভোলা থিয়েটারের সহ-সভাপতি অতুন করঞ্জাই সাংবাদিকদের কে জানান, ২৬ ডিসেম্বর বরিশাল থিয়েটারের পরিবেশনায় নাটক চিত্রাঙ্গদা, ২৭ ডিসেম্বর বরিশাল শিশু থিয়েটারের আয়োজনে অতঃপর হাটটি মাটিম টিম ও ভোর হলো শিশু থিয়েটারের আয়োজনে উপানক সমাচার, ২৮ ডিসেম্বর ভোলা সরকারি কলেজের আয়োজনে নাটক বীরপালা, ২৯ ডিসেম্বর বরিশাল নাট্যম এর আয়োজনে নাটক তিলক, ৩০ ডিসেম্বর ভোলা থিয়েটারের আয়োজনে নাটক মাধব মালঞ্চী কইন্যা । এসব অনুষ্ঠান প্রতিদিন সন্ধ্যায় শহরের কবি মোজাম্মেল হক টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
এবং ৩১ ডিসেম্বর ঢাকার নাট্যকেন্দ্র আয়োজনে নাটক দুই যে ছিলো এক চাকর নাটক পরিবেশন করবে।
