বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি : বালিয়াডাঙ্গী-ঠাকুরগাঁও মহাসড়কের সোনাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অদূরে ঠাকুরগাঁওগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শামীম হোসেন(১৭) নামের এক কলেজ ছাত্র ঘটনাস্থলে নিহত হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বিকালে বালিয়াডাঙ্গী উপজেলার কাদশুকা গ্রামের সাদেকুল ইসলামের ছেলে শামীম হোসেন বাই সাইকেলে নিয়ে বাড়ী থেকে প্রাইভেট পড়ার জন্য বালিয়াডাঙ্গী আসার পথে সোনাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অদূরে এসে পৌছালে এ সময় ঠাকুরগাঁও গামি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়। এলাকাবাসী ঘাতক ট্রাকটি আটক করেছে। এ ব্যাপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন।
