শাহ্ আলম শাহী,দিনাজপুর : ফুলবাড়ী থেকে এশিয়া এনার্জির অফিস প্রত্যাহার ও আন্দোলনকারী নেতাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আজ শনিবার বিক্ষোভ সমাবেশ করছে ফুলবাড়ী এলাকাবাসী ও তেল-গ্যাস-খনিজ সম্পদ-বিদ্যুৎ বন্দও জাতীয় রক্ষা কমিটি।

আজ শনিবার বেলা ১২ টায় ফুলবাড়ী নিমতলা মোড় থেকে সম্মিলিত পেশাজীবী সংগঠনের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি সমাবেশ করে তারা। সমাবেশে সম্মিলিত পেশাজীবি সংগঠনের আহ্বায়ক পৌর মেয়র মুরতুজা সরকার মানিক, সদস্য সচিব সৈয়দ শেখ সাব্বির হোসেনসহ প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তরা এশিয়া এনার্জির কর্মকর্তা গ্যারি লাইকে প্রত্যাহার, এ সময় তারা অবিলম্বে এশিয়া এনার্জির সকল কার্যক্রম বন্ধের দাবি জানান। অন্যথায় আগামীতে অসহযোগ আন্দোলনের মত কর্মসূচী ঘোষণার হুমকী দেওয়া হয়।
এদিকে আজ শনিবার বিকেলে নিমতলা মোড়ে এশিয়া এনার্জির কর্মকর্তা গ্যারি লাইকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশের করেছে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি।
গত ২৬ সেপ্টেম্বর হঠাৎ করে এশিয়া এনার্জির কর্মকর্তা গ্যারি লাই ফুলবাড়ীতে আসলে ফুলবাড়ীবাসী তার বহনকারী গাড়ীসহ ৩টি যানবাহন ভাংচুর করে। আবারও উত্তপ্ত হয়ে উঠে ফুলবাড়ীবাসী। ২ দিন ধরে তারা ফুলবাড়ীতে অবরোধ কর্মসূচী পালন করে। পরে ২৭ ডিসেম্বর বিক্ষোভ-সমাবেশের ডাক দিয়ে তাদের কর্মসূচী প্রত্যাহার করা হয়।
আজ এ বিক্ষোভ সমাবেশে যে কোন ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, ২০০৬ সালে তৎকালীন সরকার ফুলবাড়ীতে বিদেশী কোম্পানী এশিয়া এনার্জির মাধ্যমে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি করার উদ্যোগ গ্রহন করলে ওই সালেরই ২৬ আগষ্ট ফুলবাড়ীবাসী আন্দোলনে রাস্তায় নামে। এ সময় পুলিশ ও বিডিআর গুলি বর্ষণ করলে ৩ জন নিহত ও ২ শতাধিক আহত হয়। পরে সরকার তাদের সাথে ৬ দফা চুক্তি করলে ওই চুক্তি বাস্তবায়নের দাবিতে বিভিন্ন সময়ে আন্দোলন-সংগ্রাম চালিয়ে আসছে ফুলবাড়ীবাসী ও তেল-গ্যাস রক্ষা কমিটি।
