ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বাস-সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ ৪ জন নিহত হয়েছে। ২৭ ডিসেম্বর শনিবার বেলা দেড়টার দিকে উপজেলার ধলি বাজার নামকস্থানে ওই দুর্ঘটনা ঘটে। ওইসময় গুরুতর আহত ৩ মহিলাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আরও দু’জনের অবস্থা আশংকাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছে।
হতাহতরা সকলেই সিএনজি অটো রিক্সার যাত্রী এবং খৃষ্টান সম্প্রদায়ের লোক। এরা ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বিজয়পুর থেকে ফুলপুর উপজেলার ভাইটকান্দি শ্যামপুর গ্রামে বড় দিনের অনুষ্ঠানে যাচ্ছিল। নিহতদের মধ্যে শান্ত (১৮) নামে আদিবাসী এক যুবকের পরিচয় পাওয়া গেছে।
ফুলপুর থানার ওসি আব্দুল মোতালেব জানান, ময়মনসিংহের মুক্তাগাছা থেকে ফুলপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি রিজার্ভ সিএনজি অটোরিক্সা শনিবার বেলা দেড়টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের ফুলপুর উপজেলার ধলি বাজারের কাছে পৌঁছলে শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক শিশুসহ ৩ জন নিহত হয় এবং আহত হয় এক শিশু ও ৩ মহিলাসহ ৪ জন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যায়।
