উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ) : ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের জনতার বাজার নামক স্থানে ২৬ ডিসেম্বর শুক্রবার সন্ধা ৬ টায় পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিাক্সার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই অটোরিক্সা চালক কুতুব উদ্দিন (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় আধঘন্টা যানচলাচল বন্ধ থাকে। এ সময় তীব্র যানজটের সৃষ্টি হলে যাত্রীদের চরম ভোগান্তির সৃষ্টি হয়। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। নিহত কুতুব উদ্দিন উপজেলার কুর্শি ইউনিয়নের বাজকাশারা গ্রামের আব্দুল আহাদের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, উল্লেখিত সময়ে আউশকান্দি থেকে ছেড়ে যাওয়া বাহুবল গামী একটি অটোরিক্সা নং হবিগঞ্জ থ-(১১-১৬৫৬) ও সিলেটগামী পিকআপ ভ্যান ঢাকা মেট্রো ন (১৬-৭০৬৫) মুখোমুখি সংঘর্ষ বাধে এতে ঘটনাস্থলেই চালক নিহত হয়। এ সময় স্থানীয় জনতা ঘাতক পিকআপ ভ্যান চালক নরসিংদী জেলার বেলাবো উপজেলার রিপন কে আটক করে।
নবীগঞ্জে ১ বছরের সাজাপ্রাপ্ত মহিলা গ্রেফতার

নবীগঞ্জ থানা পুলিশ গত বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মনোয়ারা বেগম (৪০) নামে এক বছরের সাজাপ্রাপ্ত স্বামী পরিতাক্তা মহিলাকে গ্রেফতার করেছে। সে উপজেলার গজনাইপুর গ্রামের রুকনপুর গ্রামের মৃত ফুরুক মিয়ার মেয়ে। তার বিরুদ্ধে নন-জিআর ৬১/৪ এর মামলায় ১ বছরের সাজা হয়। এর পর থেকে সে দীর্ঘদিন ধরে পলাতক থাকে।
