চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সদাবরি-ওসমানপুর সড়কের বেদেপোতা নামক স্থানে পাওয়ার ট্রলির চাকায় পিষ্ট হয়ে কলিম উদ্দীন খাঁ (৫৫) নামে এক মাটি কাটা শ্রমিক নিহত হয়েছে। শনিবার দুপুর ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ১টার দিকে তার মৃত্যু হয়। তিনি উপজেলার সদাবরি গ্রামের মৃত: দাউদ খাঁর ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার দুপুরে কলিম উদ্দীন খাঁ তার সহকর্মীদের নিয়ে স্থানীয় মাঠ থেকে পাওয়ার ট্রলিতে মাটি ভরে ট্রলিতে ওঠার সময় পা ফসকে পড়ে যায়। এতে সে পাওয়ার ট্রলির চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথে দুপুর ১ টার দিকে তিনি মারা যায়।
