আগৈলঝাড়া (বরিশাল)প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় প্রচন্ড শৈত্যপ্রবাহে জনজীবনের দূর্ভোগ এখন চরমে। সারাদিন সূর্যের আলোর দেখা মেলেনি। গতকাল শুক্রবার সকাল থেকে ঘণ কুয়াশা ও উত্তরদিক থেকে নেমে আসা শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পরেছে। নিম্ম আয়ের লোকজন প্রচন্ড শীতের কারণে প্রতিদিনের ন্যায় কাজকর্মে যেতে পারেনি। শ্রমজীবি মানুষ ও কৃষকরা ঠান্ডার কারণে জমিতে চলতি ইরিধান চাষাবাদের কাজ করতে পারেনি। রাস্তাঘাটে লোকজনের উপস্থিত ছিল কম। শীতের কারণে গরম পোশাকের দোকানে লোকজনের ভিড় দেখা গেছে।
