স্টাফ রিপোর্টার : মুক্তিযোদ্ধা মোঃ মাসুদ তৃতীয় দফায় শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২০১৫-১৬ মেয়াদের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হন। এর আগে প্রেসিডেন্ট পদে মোঃ মাসুদ এবং সিনিয়র সহ-সভাপতি পদে আসাদুজ্জামান রৌশন ও সহ-সভাপতি পদে আলহাজ্ব হায়দার আলী রাত ৮টায় চেম্বার ভবনে তাদের মনোনয়নপত্র দাখিল করেন। পরে ওই ৩ টি পদের বিপরীতে অন্য কোন মনোনয়নপত্র দাখিল না হওয়ায় এবং তাদের মনোনয়নপত্রগুলো বৈধ হওয়ায় তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট নারায়ণ চন্দ্র হোড়।

জানা যায়, শেরপুর চেম্বার অব কমার্সের দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষ্যে ১৯ ডিসেম্বর প্রথম দফায় ৩টি গ্রুপে ১৯ পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার রাতে নির্বাচিত পরিচালকদের মধ্য থেকেই সভাপতি ও ২ সহ-সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, মুক্তিযোদ্ধা মোঃ মাসুদ এবারের নির্বাচনে প্রথম ধাপেও ট্রেড গ্রুপ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এছাড়া তিনি ইতোপূর্বে আরও দু’দফায় শেরপুর চেম্বারের প্রেসিডেন্ট ছিলেন।
এদিকে শেরপুর চেম্বারের নবনির্বাচিত সভাপতি মোঃ মাসুদ, সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান রৌশন ও সহ-সভাপতি আলহাজ্ব মোঃ হায়দার আলীসহ ১৬ পরিচালককে অভিনন্দন জানিয়েছেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার।
