স্টাফ রিপোর্টার : শেরপুরে ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী ২ যুবক নিহত হয়েছে। ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে সদর উপজেলার শেরপুর-বনগাঁও সড়কের কুমড়ি বটতলা এলাকায় ওই সড়ক দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-শহরের নারায়নপুর এলাকার মো. জয়নাল মিয়া (৩২) ও মো. আরিফ হোসেন (২৭)। এরা দু’জনই মোটর সাইকেল আরোহী ছিলেন।

জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার শেরপুর-বনগাঁও সড়কের কুমড়ি বটতলা এলাকায় ট্রাকের সাথে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মোটর সাইকেল আরোহী নিহত হন। ঘটনার পর পরই ট্রাক চালক পালিয়ে যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে সদর থানায় নিয়ে যায়।
সদর থানার ওসি মাজহারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।
