আব্দুল হামিদ, বটিয়াঘাটা (খুলনা) : উপজেলার কাজিবাচা নদীর খড়িয়ারগেট নামক স্থানে গত কাল বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা এক কলেজ ছাত্রের হাত পা বেধে ট্রলার থেকে নদীতে ফেলে দেয়ায় সে নিখোঁজ রয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে স্থানীয় জনতা ৩ জনকে আটক করে পুলিশে দেয়। ধারণা করা হচ্ছে, অনুপমের মৃত্যু ঘটেছে।

পুলিশ জানায়, বেলা সাড়ে তিনটার দিকে রূপসা ব্রিজের নিকট থেকে অনুপম রায় (২০) ও প্রতিরাম বৈরাগী(২০) নামে দুই ছাত্রকে নৌকা ভ্রমনের নামে তাদের অপর এক বন্ধু আলামীন খান(২১) ডেকে নিয়ে ট্রলারে উঠায়। পরে ঘটনা স্থলে পৌঁছে কয়রা থানার সাতালিয়া গ্রামের সাহেব আলী খানের পুত্র আলামীন খান, একই গ্রামের নিছার উদ্দিনের পুত্র নুরআলম(৩৮), মুজিবর রহমানের পুত্র রবিউল ইসলাম(২৭) অনুুপমের হাত পা বেঁধে মোটা অংকের টাকা চাঁদা দাবী করে। তারা মোবাইল ফোন ধরিয়ে দিয়ে বলে আমেরিকায় থাকা তোর পিসিকে ফোন কর। সে অস্বীকার করায় তাকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিলে নিখোঁজ হয়ে যায়। প্রাণে বেচে যাওয়া অনুপমের বন্ধু কয়রা উপজেলার মালিখালী গ্রামের ধিরাজ বৈরাগীর পুত্র প্রতিরাম পরে পুলিশের সামনে সমস্ত ঘটনা খুলে বলে। নিখোঁজ অনুপমের বাড়ি পাইকগাছা উপজেলার পারশেমারী গ্রামে। সে গোষ্ট রায়ের পুত্র। এঘটনার পর ট্রলার মালিক সাতক্ষিরা জেলার আশাশুনি থানার ইছাহক আলী (৪০) পলাতক রয়েছে।
