দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে রুমা খাতুন (৩৫) নামে এক গৃবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে থানার পার্শ্ববর্তী দৌলতপুর দক্ষিনপাড়ার একটি আম গাছে থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, আকরাম আলীর দ্বিতীয় স্ত্রী রুমা খাতুনের সাথে পারিবারিক বিরোধ সৃষ্টি হলে রুমা খাতুন বৃহস্পতিবার সন্ধ্যায় তার বাবা বাদল মন্ডলের বাড়িতে আসে। এসময় তার বাবা মা তাকে বাড়িতে আশ্রয় না দিলে রুমা খাতুনের প্রথম স্বামী প্রয়াত আব্দুর রাজ্জাকের বাড়ির শুন্য ভিটার একটি আম গাছে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। শুক্রবার সকালে এলাকাবাসী রুমা খাতুনের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।
উল্লেখ্য, রুমা খাতুনের প্রথম স্বামী আব্দুর রাজ্জাক পারিবারিক বিরোধ নিয়ে বিষপান করে আত্মহতা করলে সে উপজেলার বোয়ালিয়া গ্রামের আকরাম হোসেনের সাথে বিবাহ করে।
