জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জে ভ্যানচালকের লাশ উদ্বার করেছে। ভ্যানচালক আরচাকান্দি গ্রামের আব্দুল করিম (৩৮) বলে জানাগেছে। দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন, ২৫ডিসেম্বর বৃহস্পতিবার দুুপুরে দেওয়ানগঞ্জের জলব্রিজ এলাকাবাসি তার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। নিহতের স্বজনরা জানিয়েছে বুধবার দিবাগত রাত দশটার দিকে কাঠারবিল থেকে রিক্সায় যাত্রী নিয়ে তারাটিয়ায় যাচ্ছিল। ধারনা করা হচ্ছে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে। পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।
বকশীগঞ্জে বড়দিন পালিত

জামালপুরের বকশীগঞ্জে খ্রিষ্টানপাড়ায় যথাযথ ধর্মীয় আচার আনন্দ-উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে বড়দিন পালিত হয়েছে।
ভারত-বাংলার সীমান্তের গারো সম্প্রদায়রা খ্রিষ্টানপল্লীতে ৮টি গীর্জায় ও তাদের বাড়িঘরে রঙিন বাতি ও ফুল দিয়ে সাজানো হয়েছে। ঘরে ঘরে বানানো হয়েছে প্রতীকি গোশালা। ২৫ডিসেম্বর বৃহস্পতিবার সকাল দশটায় প্রতিটি গীর্জায় একই সময়ে প্রার্থনা চলে।
