দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর থেকে কানিজ ফাতিমা রানী (১৮) নামে অপহৃত এক কলেজ ছাত্রীকে কুষ্টিয়ার দৌলতপুর থেকে উদ্ধার করেছে র্যাব। এ সময় অপহরনকারী চক্রের প্রধানসহ ২জন কে আটক করা হয়েছে। ২৬ ডিসেম্বর শুক্রবার বেলা সাড়ে ১১টায় র্যাব-১২ কুষ্টিয়া কার্যালয়ে প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানানো হয়।

র্যাবের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আলী হায়দার জানান, দৌলতপুর উপজেলার ময়রামপুর গ্রামের মৃত মেহেদী মাস্টারের ছেলে অনিক আহমেদ সুমন (২৪) নাম ব্যবহার করে প্রাণ কোম্পানিতে চাকুরী করে এমন পরিচয় দিয়ে গত ১লা ডিসেম্বর গাজীপুরের কালিয়াকৈর এলাকায় বাসা ভাড়া নেয়। এরপর সে বাড়ির মালিকের মেয়ে কানিজ ফাতিমা রানীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরই এপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২১ ডিসেম্বর তাকে নিয়ে পালিয়ে যায়। অপহরনের পর সুমন কানিজ ফাতিমা রানীকে নির্যাতন করতে থাকে ও ঐ মেয়ের ভাইয়ের কাছে মোবাইল ফোনে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অপহরনের অভিযোগ করেন। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার রাত ২টার দিকে র্যাব সদস্যরা সুমনের গ্রামের বাড়ি দৌলতপুর উপজেলার সীমান্ত সংলগ্ন বিলগাথুয়া গ্রামে অভিযান চালিয়ে অপহৃত কলেজ ছাত্রী কানিজ ফাতিমা রানীকে (১৮) উদ্ধার করে। এসময় অপহরনকারী সাইদুল ইসলাম অনিক ওরফে অনিক আহমেদ সুমন (২৪) ও তার সহযোগী মা আনোয়ারা বেগমকে (৫৫) আটক করে র্যাব।
