স্টাফ রিপোর্টার : শেরপুরে বাল্যবিবাহ ও মাদকাসক্ত রোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ ডিসেম্বর বুধবার দুপুরে জেলা শিশু একাডেমী মিলনায়তনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউএনসিআরসি’র ২৫ বছর পূর্তি উপলক্ষে ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) ওই মতবিনিময় সভার আয়োজন করে।
জেলা শিশু একাডেমীর পরিচালক মো. আসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. হায়দার আলী। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুর রহমান, সাংবাদিক রফিক মজিদ, শিক্ষক আরিফ হোসেন, জো¯œা বেগম প্রমুখ। মতবিনিময় সভায় এনসিটিএফ এর সদস্য এবং শিশু একাডেমী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
