চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদেনীপুর সীমান্ত সংলগ্ন বাংলাদেশী ভুখন্ডে কৃষিকাজ করা অবস্থায় তিন বাংলাদেশী নাগরিকের উপর ভারতীয় বিএসএফ গুলিবর্ষণ করে। এতে মশিউর রহমান (৩৫) নামের এক বাংলাদেশী নিহত ও অপর দুই বাংলাদেশী আহত হয়েছে। ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মশিউর একই উপজেলার হরিহরনগর গ্রামের মৃত আব্দুর রশিদ বিশ্বাসের ছেলে।

চুয়াডাঙ্গার ৬ বিজিবির পরিচালক লে. কর্ণেল এসএম মনিরুজ্জামান জানান, হরিহরনগর গ্রামের মশিউর রহমান (৩৫), রবিউল মন্ডলের ছেলে জামাল হোসেন (২৮) ও নজু বিশ্বাসের ছেলে আব্দুল আজিজ (২৫) গ্রামের সীমান্ত সংলগ্ন বাংলাদেশী জমিতে কাজ করছিলো। এসময় ভারতীয় ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের পুটিখালী ক্যাম্পের টহলদল বিনা উস্কানীতে গুলিবর্ষণ করলে ওই তিন কৃষক গুলিবিদ্ধ হয়। সাথে সাথে গ্রামবাসী তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মশিউর রহমান মারা যান। অন্যদের জীবননগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজিবি পরিচালক আরো জানান, এঘটনায় বিজিবি সন্ধ্যা সাড়ে ৬টায় পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফকে ঘটনার কড়া প্রতিবাদ জানিয়েছে। একই সাথে কমান্ডার পর্যায়ে প্রতিবাদলিপি পাঠানো এবং পতাকা বৈঠকের আহ্বান জানানো হবে।
