ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে ১০ জন নিহত হয়েছেন, আহত হন আরও অন্তত ৩০ জন।২৩ ডিসেম্বর মঙ্গলবার বিকাল সোয়া ৪টার দিকে বিশ্বাসবাড়ি এলাকায় ঝালকাঠী-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে আট জনের নাম জানা গেছে। এরা হলেন পটুয়াখালীর লেবুখালী গ্রামের মো. শাওন (৩৫), তার স্ত্রী ঝর্না (২২), আল মামুন (৪৫), আবুল কালাম (৩৫), বরিশালের অ্যাডভোকেট মুকুলরঞ্জন সিংহ (৩০), কুলসুম (৩৫), পিরোজপুরের কাউখালী উপজেলার দুই বোন শান্তি (২৫) ও সাধনা (২০)।

ঝালকাঠির সহকারী পুলিশ সুপার আফম আনোয়ার হোসেন জানান, খুলনা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা ধানসিঁড়ি পরিবহনের রুপম নামের ওই যাত্রীবাহী বাসটি বিকাল সাড়ে ৪টার দিকে রাজাপুর উপজেলার খুলনা-বরিশাল মহাসড়কের বিশ্বাসবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় আহতদের রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্স, ঝালকাঠী সদর হাসপাতাল ও বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটির সামনের চাকা ফেটে গিয়ে সড়কের নির্মাণাধীন কালভার্টের পাশে পড়ে যায়।
