হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: ‘পারস্পরিক বাঁধনই আমাদের অঙ্গীকার” এই শ্লোগানকে সামনে রেখে ২২ ডিসেম্বর সোমবার বেলা ১২ টায় হাতীবান্ধায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শাহ্ গরীবুল্যালাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে এই ক্যাম্পেনেইর আয়োজন করে উপজেলা ছাত্র কল্যান পরিষদ। এতে সহযোগিতা করেন রংপুর কারমাইকেল কলেজে অধ্যয়নরত ছাত্রছাত্রী ও সন্ধানী নামক রংপুর মেডিকেল কলেজের একটি ব্লাড সংস্থা।

এতে হাতীবান্ধা উপজেলা সদরের সনামধন্য দুটি শিক্ষা প্রতিষ্ঠান হাতীবান্ধা এসএস উচ্চ বিদ্যালয় ও শাহ্ গরীবল্ল্যাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। আলিমুদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ সরওয়ার হায়াত খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, ভাইস চেয়ারম্যান সামশুজ্জামান সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান মাকতুফা আক্তার বেলী, হাতীবান্ধা এসএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধান, শাহ্ গরীবুল্ল্যা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তবিবর রহমান প্রমূখ। শেষে শিক্ষার্থীরা তাদের রক্তের গ্রুপ পরীক্ষা করে নেন এবং শিক্ষার্থীরা অন্যের জীবন বাঁচাতে যেকোন মুহুর্তে সেচ্ছায় রক্তাদানের ইচ্ছা প্রকাশ করে।
