ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী : বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে কটুক্তি করায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কুশপুত্তলিকা দাহ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ। এর আগে কটুক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করে সংগঠনটি। রবিবার বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানার নেতৃত্বে মিছিলটি দলীয় টেন্ট থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পূর্বের স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক খালিদ হাসান বিপ্লবের পরিচালনায় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা সমাবেশে বক্তব্যে বলেন, যার হাতের একটি আগুলের ইশারায় সারা দেশের লোক একত্রিত হয়ে পাকিস্তানি শাসকের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সেই জাতির জনককে সে কিভাবে বিকৃতি করে।
পাকিস্তানের সন্তান তারেক রহমান লন্ডনে বসে একের পর এক মিথ্যা কটুক্তি করছে। সে ইতিহাসকে বিকৃতি করছে। তারেক রহমান যদি কোনদিন এ বাংলাদেশে ফিরে আসে তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আন্দোলন করে আবারো তাকে লন্ডনে পাঠিয়ে দিবে।

সমাবেশ শেষে তারেক রহমানের কুশপুত্তলিকা দাহ করে নেতাকর্মীরা।
এসময় অন্যন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, রাবি ছাত্রলীগের সহ-সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু, সরকার ফারহানা আক্তার, যুগ্ন-সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহামেদ রুনু, উৎপল কুমার বাবু, দপ্তর সম্পাদক আনিসুর রহমান সহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
