মোহাম্মদ আলী জুয়েল, পূর্বধলা (নেত্রকোনা) : নেত্রকোনার পূর্বধলায় এক মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিয়েছেন তার মুক্তিযোদ্ধা বাবা। পরে ২১ ডিসেম্বর রবিবার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার খলিশাউড় ইউনিয়নের গরুয়াকান্দা গ্রামের মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিনের বখাটে ছেলে রুবেল মিয়া (২৫) প্রায়ই নেশা করে ও জুয়া খেলে বাড়ী ফিরত। এ সময় বাড়ীতে নেশা ও জুয়ার টাকা চাইতে গিয়ে প্রায়ই পরিবারের লোকজনকে মারধর করত। এতে অতিষ্ট হয়ে তারা বাবা গতকাল রবিবার ছেলেকে পুলিশে সোপর্দ করেন। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন ওই মাদকাসক্ত রুবেলকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।
